একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৪১ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত শুক্রবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত প্রার্থীদের মধ্যে কিংবদন্তি অভিনেত্রী ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুবর্ণা মুস্তাফা ঢাকা আসন থেকে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।মনোনয়ন পাওয়ার পর গতকাল আমাদের সময়কে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘প্রথমেই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে মনোনীত করার জন্য। আমার জন্য এটি একেবারেই নতুন একটি জায়গা। আমি আমার দেশকে অনেক ভালোবাসি। দেশের ঊর্ধ্বে আর কোনো কিছুই নেই আমার কাছে। যারা বাংলাদেশকে বিশ^াস করে না তারা আমার শত্রু, আমাদের শত্রু।আমি বিশ^াস করি যেহেতু এটা আমার জন্য একেবারেই নতুন একটি জায়গা, তাই আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিকনির্দেশনা দিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। তিনি যেভাবে দিকনির্দেশনা দেবেন আমি সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। আমাকে যখন যে কাজই দেওয়া হয়েছে আমি শতভাগ দায়িত্ব নিয়ে করার চেষ্টা করেছি।প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দেবেন সেটাও আমি শতভাগই পালন করার চেষ্টা করব। সফলতার সঙ্গে সেই কাজ করার চেষ্টা থাকবে আমার।’ সুবর্ণা মুস্তাফার ইচ্ছা রয়েছে নারী শিশু অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃৃতি অঙ্গনের যে সুবর্ণ সময় ছিল তা উত্তরণের। তবে যদি তার ওপর সে সংশ্লিষ্ট দায়িত্ব দেওয়া হয় তবেই তিনি তা করতে শতভাগ চেষ্টায় নিয়োজিত থাকবেন। একজন সাংসদ হিসেবে তার জীবনের নতুন যাত্রা শুরু হলেওখুব স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ততা থেকে দূরে থাকবেন না বলেও জানান তিনি। সুবর্ণা মুস্তাফা বলেন, ‘আমি সবসময়ই খুব সাধারণ এবং স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করি। আমি সবসময়ই সাধারণ মানুষের সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করি। ছাত্র জীবন থেকেই আমি তা করে আসছি। তাই আগামী দিনগুলোও আমি এভাবেই থাকতে চাই।’ এদিকে আগামী ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিন সুবর্ণা মুস্তাফার হাতে একুশে পদক তুলে দেওয়া হবে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...