রোহিঙ্গা পুনর্বাসন দীর্ঘায়িত হলে বাংলাদেশে উগ্রপন্থার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ, অ্যা রোল মডেল অব হিউম্যান রাইটস’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারের উদ্বোধনী পর্ব শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য রাখাইনে সেফজোন তৈরি করতে হবে। আমরা এটা নিয়ে নতুন করে কাজ করছি। সেফজোনে ভারত, চীনসহ আশিয়ান দেশের সদস্যরা সহযোগিতা দিতে পারে।’মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে সেখানে গণহত্যা হতো। আর সেটা হলে বিশ্বনেতারা মুখ দেখাতে পারতেন না।’ বাংলাদেশ রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু এখনো পুনর্বাসনের কোনো অগ্রগতি না হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা পুনর্বাসন দীর্ঘায়িত হলে বাংলাদেশে উগ্রপন্থার সৃষ্টি হতে পারে।’ এ ছাড়া বাংলাদেশ সন্ত্রাস মোকাবেলায় সফল বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছি। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি।’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘দ্বিতীয় মহাযুদ্ধের পরে সবচেয়ে বড় গণহত্যা সেখানে, আর আমি বলি যে হ্যাঁ, ইউএনের হাইকমিশনার নিজেই বলেছেন, দিস ইজ ক্লাসিক এক্সাম্পল অব ক্লিনিং, এথনিক ক্লিনিং-এর জন্যেই আমি বলছি, মানবাধিকার যদি রাখতে চান তাহলে তাদের স্বস্থানে-স্বদেশে ফিরিয়ে নিতে হবে।’