নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। আজ সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৮ নং চর এলাহি ইউনিয়নে দুর্ঘটনায় পড়েন তারা। আহত দুজনকে বসুরহাটে কেন্দ্রীয় হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। বলেন, ‘বাইকের একটি দৃশ্যধারণের সময় এই দুর্ঘটনা ঘটে। দু’জনই হাতে ও পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন। কিছু কিছু স্থানে কেটে গেছে। এখন আমরা বসুরহাটে কেন্দ্রীয় হাসপাতালে আছি। আঘাতের কারণে হাড়ে কোনো ক্ষতি হয়েছে কিনা, তা দেখার জন্য এক্সরে করা হচ্ছে। সবাই পূর্ণিমা, ফেরদৌস ভাইয়ের জন্য দোয়া করবেন।’ তিনি আরও বলেন, ‘ছবিতে বাইকের কিছু দৃশ্য আছে। আর তাই মাইক্রোবাসের পেছনে ট্রলির সঙ্গে, বাইক যুক্ত করা হয়। পূর্ণিমা বাইক চালাচ্ছিলেন আর ফেরদৌস ভাই ছিলেন ওনার পেছনে বসা। চলন্ত অবস্থাতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ছিটকে পড়ে।’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন ‘এক কাপ চা’খ্যাত নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীতে ‘গাঙচিল’ ছবির শুরু হয়েছে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, পূর্ণিমা, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলনসহ অনেকে। এছাড়াও ছবির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...