ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। আজ সোমবার দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে তিনি একথা জানান। ডা. সোহেল মাহমুদ জানান, দুই বা ততোধিক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগে এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্বামী ইসমত কাদির গামা। মামলায় তার বাসার দুই পলাতক গৃহকর্মী স্বপ্না ও রেশমাসহ তাদেরকে ওই বাসায় কাজে এনে দেওয়া রেনু নামে অপর একজনকেও আসামি করা হয়েছে। তারা সকলেই পলাতক রয়েছেন। এছাড়া ঘটনার সময় ওই বাসায় থাকা এক বয়স্ক গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তাকে সাবেক অধ্যক্ষ খুনের সময় ঘরের ভেতরে আটকে রাখা হয়েছিল। গতকাল রোববার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজের বাসায় খুন হয় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউমার্কেট এলাকার সুকন্যা টাওয়ারের ১৬ সি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার, ব্যবহৃত মোবাইল ফোন খোয়া গেছে। ধারণা করা হচ্ছে, পলাতক গৃহ পরিচারিকারা স্বর্ণালঙ্কার চুরির জন্যই এ ঘটনা ঘটিয়েছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...