কারিনার কোন জিনিস তৈমুরের অপছন্দ, ফাঁস করলেন সাইফ

জন্মের পর থেকেই সেলিব্রিটি ছোট্ট তৈমুর আলী খান। তবে বয়সে এক রত্তি হলেও, নিজের পছন্দ-অপছন্দের ব্যাপারে বেশ সচেতন ছোট নবাব। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তার বাবা সাইফ আলী খান। ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, সাইফপত্নী কারিনা কাপুর খানের পেশা অভিনয়। তাই পেশার খাতিরেই মেকআপ তার নিত্যসঙ্গী। কিন্তু মাকে মেকআপে দেখতে একেবারেই পছন্দ করে না ছেলে তৈমুর। সাইফ জানান, ছবির স্বার্থে তিনি নিজের চেহারা, চুল-দাড়ি নিয়ে বিগত কয়েকদিনে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এক সময় চরিত্রের খাতিরে জটাও রেখেছিলেন। কিন্তু এত পরিবর্তন দেখে একটুও অবাক হয়নি তৈমুর। কিন্তু মা-র সাজগোজ নিয়ে পছন্দ-অপছন্দ রয়েছে ছোট নবাবের। সে কারিনাকে মেকআপ করা অবস্থায় একদম পছন্দ করে না। আর সেই অপছন্দের কথা তৈমুর তার মা-কে হাবেভাবেই বুঝিয়ে দেয়। একথা নিজেই জানিয়েছেন সাইফ।