খুলনায় ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

খুলনায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার পরে খুলনা-রুপসা সেতু বাইপাস সড়কের হরিণটানা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল থেকে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি খুলনার জিরোপয়েন্ট থেকে রুপসা বিজ্রের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেট কারটি রূপসা ব্রিজ থেকে জিরোপয়েন্টের দিকে আসছিল। নির্জন ওই হাইওয়েতে দুর্ঘটনার পর প্রাইভেট কারের মধ্যে তিনটি লাশ এবং কারের বাহিরে দুটি লাশ পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে। ওসি আরও জানান, নিহতদের মধ্যে একজন ভবঘুরে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিও রয়েছেন। ধারনা করা হচ্ছে পথচারি ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পাওয়া গেলেও ট্রাকের ড্রাইভার বা হেলপারকে পাওয়া যায়নি।