গ্রুপ ও ব্যাংকের ২২ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলা

রপ্তানি বিলের বিপরীতে জনতা ব্যাংক থেকে ১ হাজার ৭৪৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আলাদা পাঁচটি মামলা দায়ের করেছে দুদক। গতকাল রাজধানীর চকবাজার থানায় মামলাগুলো দায়ের করেন দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।এর আগে গত সপ্তাহে দুদক কার্যালয়ে মামলাগুলো অনুমোদন দেওয়া হয়। মামলায় ক্রিসেন্ট গ্রুপের আসামিরা হলেন-গ্রুপটির চেয়ারম্যান এমএ কাদের, জাজ মাল্টিমিডিয়ার মো. আব্দুল আজিজ, ক্রিসেন্ট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচ পরিচালক সামিয়া কাদের নদী, সুলতানা বেগম, রেজিয়া বেগম, লিটুন জাহান মীরা ও মো. হারুন-অর-রশীদ।জনতা ব্যাংকের ১৫ কর্মকর্তা হলেন-ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মনিরুজ্জামান, মো. সাইদুজ্জামান, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রুহুল আমীন, সিনিয়ার পিন্সিপাল অফিসার মো. মাগরেব আলী, মো. খায়রুল আমিন, বাহারুল আলম, এজিএম মো. আতাউর রহমান সরকার, এসএম শরীফুল ইসলাম, ডিজিএম (বর্তমানে সোনালী ব্যাংকের ডিএমডি) মো. রেজাউল করিম, ডিজিএম মুহাম্মদ ইকবাল, একেএম আসাদুজ্জামান, কাজী রইস উদ্দিন আহমেদ, ডিএমডি মো. জাকির হোসেন ও ডিএমডি ফখরুল আলম।মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে রপ্তানি না করে ভুয়া নথিপত্র দেখিয়ে এফডিবিপি ও প্যাকিং ক্রেডিট বাবদ ওই অর্থ জনতা ব্যাংক থেকে রপ্তানি ঋণ সুবিধা হিসেবে নিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমে আত্মসাৎ করেছেন। এর আগে গত ৩০ জানুয়ারি ৯১৯ কোটি ৫৬ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের দায়ে মানিলন্ডারিং আইনে ক্রিসেন্ট এমএ কাদের ও ব্যাংকের দুই ডিএমডিসহ ১৭ জনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।