ডাকসু নির্বাচন ১১ মার্চ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল আজ সোমবার ঘোষণা করা হয়েছে। আগামী ১১ মার্চ বহু কাঙ্ক্ষিত এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান। এ সময় অন্যান্য রিটার্নিং অফিসাররা উপস্থিত ছিলেন। মাহফুজুর রহমান জানান, ডাকসু নির্বাচনে ২৫ পদে ভোট ১১ মার্চ; মনোনয়নপত্র বিতরণ ১৯-১৫ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র জমা ও বাছাই ২৬ ফেব্রুয়ারি, প্রার্থী তালিকা প্রকাশ ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ২ মার্চ, প্রার্থীদের চূড়ান্ত তালিকা ৩ মার্চ এবং সম্পূরক ভোটার তালিকা প্রকাশ ৫ মার্চ। এ সময় সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেন আশা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট হলের ভোটার এবং যারা এই হলে আবাসিক বা অনাবাসিক সকলেই নিজ নিজ হলের কেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোটপ্রদান করবেন। একই সঙ্গে চিফ রিটার্নিং অফিসার বিশেষ কোনো পরিস্থিতি বা এই ধরনের কোনো কারণে যদি কোনো অবস্থার তৈরি হয় তাহলে এই সময়সূচির মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেন। ’ এর আগে গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার কথা জানানো হয়। একই সঙ্গে আজ নিজ নিজ হল কর্তৃপক্ষ হল সংসদ নির্বাচনেরও তফসিল ঘোষণা করবেন বলে জানানো হয়। প্রায় ২৮ বছর বন্ধ থাকার পর আদালতের নির্দেশে অবশেষে ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন অনুষ্ঠানে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি ড. মো. আখতারুজ্জামান ১১ মার্চ ডাকসু নির্বাচনের তারিখ হিসেবে ঘোষণা করেন। এরই মধ্যে গঠনতন্ত্র সংশোধন ও আচরণবিধি প্রণয়নের কাজ শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমানকে প্রধান রিটার্নিং অফিসার এবং আরও পাঁচজনকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। গঠন করা হয় নির্বাচন পরিচালনায় উপদেষ্টা কমিটি।