তাহসান- শ্রবন্তী আসছেন নারী দিবসে

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীকে নিয়ে পর্দায় আসছেন গায়ক-নায়ক তাহসান। বিশ্ব নারী দিবসকে সামনে রেখে মুক্তি পাচ্ছে ‘যদি একদিন’ ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘যদি একদিন’ ছবির মধ্য দিয়ে রূপালি পর্দায় পা রাখতে যাচ্ছেন তাহসান। আর কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী এবারই প্রথম শুধুমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন। এর আগে এই অভিনেত্রীকে যৌথ প্রযোজনার বেশ কটি ছবিতে দেখা গেছে। নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাসকিন রহমানকে আর শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন রাইসা। ছবিতে ছোট্ট রাইসার সঙ্গে তাহসানের, বাবা-মেয়ের এক দারুণ রসায়ন ফুটে উঠেছে। সেই সঙ্গে তাহসান-শ্রাবন্তীর প্রেম-বিরহের কিছুটা আঁচও পাওয়া যায়। সবমিলিয়ে আমাদের দেশের একটি পরিবারের গল্প উঠে এসেছে ‘যদি একদিন’ ছবিতে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে।