প্রিয়াংকার পোশাক নিয়ে বিজেপির ব্যঙ্গ

ভারতের প্রাচীন দল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধীর পোশাক নিয়ে ব্যঙ্গ করেছে বিজেপি। ক্ষমতাসীন দলটির এক নেতা হরিশ দ্বিবেদী বলেছেন, ‘সবাই জানে, প্রিয়াংকা গান্ধী যখন দিল্লিতে থাকেন, তখন তিনি জিনস আর টপ পরেন। আর যখন তিনি উত্তরপ্রদেশে আসেন, তখন শাড়ি-সিঁদুর পরেন।’উত্তরপ্রদেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দ্বিবেদী বলেন, ‘আমার কাছে এবং বিজেপির কাছে প্রিয়াংকা মাথাব্যথার কোনো বিষয়ই না। যদি রাহুল গান্ধী ব্যর্থ হয়ে থাকেন, প্রিয়াংকাও আসলে ব্যর্থই হবেন।’এর আগে ৩০ জানুয়ারি বিজেপির বিধায়ক সুরেন্দ্র সিং কংগ্রেস সভাপ্রধান রাহুলকে ‘রাবণ’ এবং তার বোন প্রিয়াংকাকে ‘সূর্পনখা’ বলে অভিহিত করেন। বিহারের মন্ত্রী বিনোদ নারায়ণ বলেছেন, প্রিয়াংকা হলেন ‘রাজনৈতিক অর্জনহীন সুন্দরী’।