যশোরের শার্শা সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে অস্ত্র, গুলি ও হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- শার্শা উপজেলার রামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মামুনুর রশিদ (৩১) ও টেংরা গ্রামের আনসার আলীর ছেলে সেলিম হোসেন (৩২)। পুলিশ জানায়, চোরাচালান প্রতিরোধ ও মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানের সময় গোপন সংবাদে শার্শা উপজেলা কলেজের সামনে অবস্থান করেন তারা। এ সময় রশিদকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তার দেহ তল্লাশি করে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। এদিকে অপর আরেকটি অভিযানে উপজেলার শ্যামলাগাছি মামা-ভাগ্নে অটোরাইস মিলের সামনে থেকে ২০০ গ্রাম হেরোইনসহ সেলিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের নামে শার্শা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...