‘রাহুল, প্লিজ সৈনিকদের অপমান করবেন না’

ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের তোপে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সম্প্রতি এয়ার ফোর্স পাইলটদের নিয়ে রাহুলের মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন রাজ্যবর্ধন। গতকাল রোববার এক টুইটে তিনি জানান, এই মন্তব্য করে রাহুল আদতে দেশের সামরিক বাহিনীকে অপমান করেছেন।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত শুক্রবার যুদ্ধবিমান রাফাল চুক্তি নিয়ে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী মন্তব্য করেন, রাফাল চুক্তিতে অনিল আম্বানির সংস্থাকে ৩০ হাজার কোটি টাকা না দিয়ে বরং সেই টাকা বিমান দুর্ঘটনায় মৃত এয়ার ফোর্স পাইলটদের পরিবারের হাতে তুলে দিলে কাজে দিতো।এই মন্তব্যের উত্তরেই টুইটারে একটি ভিডিও পোস্টের মাধ্যমে ক্ষোভ উগরে দেন রাজ্যবর্ধন সিং রাঠোর।  ভিডিও বার্তায় তিনি বলেন, ‘রাহুল আপনি দেশের মিলিটারি ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। রাহুল, প্লিজ…সৈনিকদের অপমান করবেন না।’রাজ্যবর্ধন সিং রাঠোর আরও বলেন, ‘প্রতিদিন দিল্লিতে যে সাংবাদিক বৈঠকের খেলা খেলেন, তাতে আপনি সৈনিকদের অপমান করেছেন। দেশের এই মাটিতে যারা জন্মেছেন তারা জানেন আমরা কীভাবে আমাদের সামরিক বাহিনী ও শহিদদের সম্মান করি। সৈনিকরা দেশের জন্যে লড়াই করেন, টাকার জন্যে নয়। আত্মসম্মান ও দেশের সুরক্ষার জন্যে তাদের লড়াই।’