বরিশালের সন্ধ্যা নদীর উপর ব্রিজ নির্মানের দাবি জানান বরিশাল-২ আসনের সংসদ সদস্য (এমপি) শাহে আলম। রোববার একাদশ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আণীত ধন্যবাদ প্রস্তাবে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।সড়ক ও জনপদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শাহে আলম বলেন, ‘আমার নির্বাচনী এলাকা বানারীপাড়-উজিরপুরে মধ্য দিয়ে সন্ধ্যা নদী বয়ে গেছে। এই নদীর ওপর ব্রিজ হলে আধা ঘণ্টার মধ্যে আমরা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যেতে পারব। এছাড়া খুলনার সঙ্গেও যাতায়াত সহজ হবে। নয়তো আমাদের অনেক পথ ঘুরে যেতে হয়। প্রায় তিন ঘণ্টা লাগে টুঙ্গিপাড়া যেতে। সন্ধ্যা নদীর ওপর একটি ব্রিজ খুবই প্রয়োজন। এটি এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি।’ বরিশাল-২ আসনের আরও বলেন, ‘আমার নির্বাচনী এলাকার দুই থানার ১০টি ইউনিয়ন অত্যন্ত অনুন্নত। এর আগে যারা সাংসদ ছিলেন, তাদের অনেকে স্থানীয় ছিলেন না। এই এলাকার ওপর তাদের দরদ ছিল কি-না তা আমি জানি না। বলতে চাই না। আমি আশা করব আমাদের নেত্রী আমার নির্বাচনী এলাকার প্রতি দৃষ্টি দিবেন। ওনার নির্বাচনী এলাকার সঙ্গে আমার আসনের চারটি ইউনিয়নের সংযোগ রয়েছে। তাই সন্ধ্যা নদী ও তার শাখার ওপর দুটি ব্রিজ নির্মাণ হলে এই বিল এলাকার মানুষ উপকৃত হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। আমার দাবি দ্রুত ব্রিজ নির্মাণ করা হোক।’ এছাড়া মনোনয়ন দিয়ে সংসদ সদস্য হওয়ার সুযোগদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...