বিপিএলের ফাইনাল ম্যাচে বাঁ হাতের অনামিকায় চোট পেয়েছেন সাকিব আল হাসান। তাতে নিউজিল্যান্ড সফরই শেষ হয়ে গেছে এই অলরাউন্ডারের। আগামী ১৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।ওয়ানডে সিরিজে সাকিবের বিকল্প হিসেবে কাকে নেওয়া হচ্ছে-এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, ‘এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। টিম ম্যানেজমেন্ট চাইলে সাকিবের জায়গায় আমরা কাউকে পাঠাব। তবে ওয়ানডে সিরিজে কাউকে না পাঠানোর সম্ভাবনাই প্রবল। টেস্ট সিরিজের জন্য সাকিবের বিকল্প হিসেবে একজনকে পাঠানো হবে।’ ইমরুল কায়েসকে নিয়ে আলোচনা হচ্ছে; কিন্তু ইনজুরিতে পড়ায় ওয়ানডে সিরিজে পাওয়া যাচ্ছে না এই ওপেনারকে।গতকাল ইমরুলের এমআরআই রিপোর্ট দেওয়ার কথা। সেটি দেখে জানা যাবে, টেস্ট সিরিজে ইমরুলকে পাওয়া যাবে কিনা। যদি টেস্ট সিরিজে তাকে পাওয়া যায়, তা হলে স্কোয়াডে যোগ করা হতে পারে ইমরুলকেই।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...