আজ খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো মামলার চার্জ শুনানি

বিএনপির চেয়ারপারসান খালেদা জিয়ার উপস্থিতিতে আজ মঙ্গলবার নাইকো দুর্নীতি মামলায় চার্জগঠনের শুনানির দিন ধার্য আছে। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত এজলাসে এ শুনানির গ্রহণ করবেন।মামলায় এদিন আসামি ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে শুনানি শেষ করার পর সাবেক এ প্রধানমন্ত্রীর পক্ষে চার্জ শুনানি শুরুর কথা রয়েছে। মওদুদ আহমদ এর আগে একাধিক দিন শুনানি করেছেন।২০১৬ সাল থেকে গেল বছর ৯ নভেম্বর পর্যন্ত কয়েকটি ধার্য তারিখে মামলার চার্জগঠনের শুনানি হলেও সম্প্রতি নতুন বিচারক আসায় ৩ জানুয়ারি থেকে নতুন করে চার্জগঠনের শুনানি শুরু হয়।মামলার অপর আসামিরা হলেন তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন ও সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউছুফ হোসাইন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া (সিলভার সেলিম), জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক।২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।