আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত স্পেশাল বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিআরটিসির মোট ৩০১টি বাস মুসল্লিদের জন্য নিয়োজিত থাকবে।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে ইজতেমাস্থল পর্যন্ত ৪টি বাস, মতিঝিল-ইজতেমাস্থল-আব্দুল্লাহপুর ৩৫টি, শিববাড়ী-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ২০টি, মতিঝিল-ইজতেমাস্থল ভায়া টঙ্গী ২০টি, গাজীপুর চৌরাস্তা-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ১০টি, গাবতলী-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ১৩টি, গাবতলী-ইজতেমাস্থল ভায়া মহাখালী ৪৫টি বাস চলবে। এ ছাড়া গাবতলী-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ৩০টি, মতিঝিল-বাইপাইল ভায়া ইজতেমাস্থল ৩৪টি, নারায়ণগঞ্জ-ইজতেমাস্থল ভায়া ঢাকা ২০টি, চিটাগাংরোড-ইজতেমাস্থল ভায়া খিলগাঁও ২০টি, ঢাকা-মাওয়া/ঢাকা-পাটুরিয়া ভায়া সাভার ২০টি, নরসিংদী-ঢাকা ১৫টি এবং কুমিল্লা-ঢাকা ১৫টি বাস চলবে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...