রাজধানীর ওয়ারীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শান্ত (২১) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত শান্ত ডাকাত দলের সদস্য। গতকাল সোমবার রাত ১২ টার দিকে ওয়ারী থানা এলাকার গোপিবাগে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন ‘দৈনিক আমাদের সময়’ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।মফিজ উদ্দিন জানান, সোমবার রাত ১২টার দিকে একদল ডাকাত গোপীবাগ রেলগেট এলাকায় জড়ো হয়েছে-এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় শান্ত গুলিবিদ্ধ হয় পরে শান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বন্দুকযুদ্ধের সময়ে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...