চমকে দিলেন মিশেল ওবামা

গ্র্যামির মঞ্চে তিনি থাকবেনÑ কেউ ঘুণাক্ষরেও সেটা টের পাননি। সবাইকে চমকে দিয়ে সেই মঞ্চে উপস্থিত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। সংগীত তাকে কীভাবে এগিয়ে নিয়েছে, শুনিয়েছেন সেই গল্প। পুরস্কারের বাইরে তার উপস্থিতি আর সংগীত থেকে অনুপ্রেরণা পাওয়ার গল্প আরও সম্মানিত করেছে উপস্থিত শিল্পীদের। গতকাল (যুক্তরাষ্ট্রে রবিবার রাত) লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে বসে সংগীতের সবচেয়ে বড় সম্মাননা অনুষ্ঠান গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬১তম আসর।লেডি গাগা, জাদা পিনকেট স্মিথ, জেনিফার লোপেজ এবং উপস্থাপক অ্যালিসিয়া কিস মঞ্চে থাকা অবস্থায় কথা বলতে বলতে গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে আবির্ভূত হন মিশেল ওবামা। তাকে দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে মিলনায়তনজুড়ে। এক পর্যায়ে মিশেল বলেন, ‘ঠিক আছে, অনুষ্ঠানটি শেষ করতে হবে।’ মিশেল আরও বলেন, “বিয়ন্সের গাওয়া ‘হু রান দ্য ওয়ার্ল্ড’ গানটি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। সংগীত সব সময় আমাকে নিজের কথা বলতে সাহায্য করেছে। আমার বিশ্বাস, সেটা এখানে উপস্থিত সবার ক্ষেত্রে প্রযোজ্য। কান্ট্রি মিউজিক, রক, র্যাপÑ যে গানই আমরা পছন্দ করি না কেন; অন্তত নিজেদের রুচিটা অন্যের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি। সংগীতের মাধ্যমে নিজেদের মর্যাদা, দুঃখ, আশা ও আনন্দের কথা বলতে পারি আমরা। এই মাধ্যমে আমরা একে অন্যকে বলতে পারি, ওই গানটা শুনেছ?’’