সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের পর সংরক্ষিত আসনের মনোনয়ন তালিকা থেকে খুলনার শিরিনা নাহার লিপির নাম বাদ দিয়েছে আওয়ামী লীগ। তার স্থলে মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা থেকে মমতা হেনা লাভলী। আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল সোমবার নির্বাচন কমিশনে জমা দেওয়া চূড়ান্ত তালিকায় এমনটি দেখা গেছে।দলীয় সূত্রে জানা গেছে, শিরিনা নাহার লিপি এবং মমতা হেনা লাভলী দুজনই ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন লিপি এবং সাধারণ সম্পাদক লাভলী।প্রথমে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড সংরক্ষিত আসনের এমপি হিসেবে লিপির নাম চূড়ান্ত করে। কিন্তু লিপির স্বামী বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকায় বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। শেষ মুহূর্তে তাকেবাদ দিয়ে লাভলীকে চূড়ান্ত মনোনয়ন দেয় আওয়ামী লীগ। যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লাভলীর স্বামী সুভাষ সিংহ রায় সাবেক ছাত্রনেতা। তাকে বিভিন্ন সময় টেলিভিশন টকশোতে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে কথা বলতে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...