সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশকে মারধর করে হ্যান্ডকাপ পরা দুই মাদকসেবীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই মাদকসেবী হলেন, সোহাগ ও আব্দুল্লাহ। তাদের বাড়ি উপজেলার তারানীপুর গ্রামে। হামলায় রক্তাক্ত জখম হয়েছেন শ্যামনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাই। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, জয়াখালি গ্রামে সরস্বতী পূজা উপলক্ষে যাত্রাপালার আয়োজন করা হয়। ওই যাত্রাপালা চলাকালে সেখানে গাজা সেবন করছিলেন সোহাগ ও আব্দুল্লাহ। এ সময় পুলিশের এএসআই আবদুল হাই, এএসআই মিজান ও কনস্টেবল শাহজালাল তাদের আটক করে। পরে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী সেখানে গিয়ে আটক দুজনকে যুবলীগ কর্মী দাবি করে তাদের ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে অন্যান্য সহযোগিরা পুলিশের ওপর হামলা করলে হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যান সোহাগ ও আব্দুল্লাহ। হামলায় মাথায় আঘাত পান এএসআই আবদুল হাই। পরে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, এএসআই মল্লিক মনিরুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হরিনগরের রেজাউল ইসলাম ও জায়াখালী গ্রামের হাসার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ ঘটনা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।