বেপরোয়া গতির বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইভেটকারে প্রতিদিনই সড়কে ঘটছে প্রাণহানি। গতকাল প্রাণহানি ঘটে গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীসহ ১০ জনের। প্রতিনিধিদের পাঠানো খবরÑমুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল দুপুরে সাড়ে ১২টার দিকে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান আকস্মিক গতি থামিয়ে দেয়। এতে পেছনে থাকা বেপরোয়া গতির আরেকটি প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সিদ্দিকুর রহমান (৭০) ও তার স্ত্রী জেসমিন সুলতানা (৫৫)। তাদের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের চালক আব্দুল্লাহ সরকারকে (৩৫) গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বাড়ি চাঁদপুরের দক্ষিণ মতলবের শিবপুরে।লালমনিরহাট : পাটগ্রাম উপজেলার বাউরা (মেসেছঘাট) এলাকায় গতকাল বিকাল ৩টার দিকে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তারা হলেনÑ খোরশেদ আলম (৪০) ও আরিফ হোসেন (৩৮)। তাদের বাড়ি লালমনিরহাট শহরের গোশালা বাজার এলাকায়।নওগাঁ : শহরের বাইপাস সড়কে গতকাল সকালে যাত্রীবাহী বাসচাপায় জিয়াউর রহমান (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হন। তিনি নওগাঁ শহরের বিডিআর ক্যাম্প এলাকার আবু তালেব সরদারের ছেলে। একই দিন বেলা ১১টার দিকে মান্দা উপজেলার প্রসাদপুর বাজার এলাকায় ভটভটিচাপায় হুমাইরা খাতুন (৮) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়। সে মান্দা গণেশপুর ইউনিয়নের পারইল গ্রামের নজরুল ইসলামের মেয়ে। দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় উত্তেজিত জনতা ৪টি বাস ভাঙচুর করে।ডুমুরিয়া : যশোরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে গতকাল সকালে পিকনিক ও আনন্দ ভ্রমণে বাগেরহাটের ষাটগম্বুজের উদ্দেশে তিনটি বাস এক যোগে রওনা হন। বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার চুকনগরের চাকুন্দিয়া মাদ্রাসা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মেঘলা খাতুন (১৪) নামে এক ছাত্রী নিহত এবং ২০ জন আহত হয়। মেঘলা ওই স্কুলের নবম শ্রেণির ছাত্রী এবং শ্যামনগর এলাকার প্রবাসী সদর উদ্দিনের কন্যা।নীলফামারী : সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের বল্লমপাঠ এলাকায় বালুবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হায়িরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সালাম মিয়া (৩৪) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি উপজেলার বল্লমপাঠ খামাত পাড়ার অলিয়ার রহমানের ছেলে।রংপুর : ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার শাহ্ আমানত হিমাগারের সামনে গতকাল বিকালে মোটরসাইকেল ও তেলবাহী ট্যাঙ্কলরির সঙ্গে সংঘর্ষে পল্লী বিদু্যুৎ সমিতির লাইনম্যান নুরনবী মিয়া (৪৫) নিহত হন। তিনি উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...