ফরহাদ হোসেন লিমন তার ভাবির কাছে প্রায়ই টাকাপয়সা চাইতেন; কিন্তু ভাবি দিতেন না। তাই ক্ষোভের বশে ভাবিকে খুন করেন ২২ বছর বয়সী এ তরুণ। এর পর স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বাসার মূল্যবান মালামাল হাতিয়ে নেন। আর তা ভিন্ন খাতে প্রবাহিত করতে অর্থাৎ তার ওপর থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে পুরো কা-টি তিনি সাজান একটি চুরির ঘটনা হিসেবে। পরিকল্পনা করার বিষয়ে তিনি উদ্বুদ্ধ হন হিন্দি সিরিয়াল ‘ক্রাইম প্যাট্রল’ দেখে। কিন্তু সিরিয়াল থেকে ধার করা বুদ্ধি বাস্তবে শেষ পর্যন্ত কাজে লাগেনি; ফেঁসে গেছেন লিমন।নগরীর আকবরশাহ থানাধীন কালিহাট এলাকার ইদ্রিস সওদাগরের বাড়িতে গত শুক্রবার খুন হন হাসিনা বেগম (৩২)। তিনি গার্মেন্টসে চাকরি করতেন। তার স্বামী সৌদিপ্রবাসী। একমাত্র ছেলে আবির হোসেন (১২) পাহাড়তলী নেছারিয়া মাদ্রাসার শিক্ষার্থী। পড়াশোনা করে হোস্টেলে থেকে। ইদ্রিস সওদাগরেরই ওই ভবনের ভাড়াবাসায় ব্যাচেলর থাকতেন লিমন।গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম জানান, রিমান্ডে হত্যার দায় স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন লিমন। তিনি ছিলেন ‘ক্রাইম প্যাট্রল’-এর নিয়মিত দর্শক। অপরাধ উন্মোচনবিষয়ক এ অনুষ্ঠানটি দেখে তিনি পরিকল্পিতভাবে ভাবিকে খুন করেন এবং পুরো ঘটনাটি চুরি হিসেবে সাজানোর চেষ্টা করেন।হাসিনা খুন হওয়ার পর তার ভাই মো. মানিক বাদী হয়ে আকবরশাহ থানায় মামলা করেন। মামলায় তিনি লিমনকে সন্দেহভাজন আসামি করেন। এজাহার দায়েরের পর পুলিশ গত ৯ ফেব্রুয়ারি লিমনকে গ্রেপ্তার করে এবং আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে লিমন জানান, গত ৭ ফেব্রুয়ারি হাসিনা বেগম গার্মেন্টস থেকে বাসায় ফিরে তার বসতঘরের পাশে রান্নাঘরে খাওয়ার পানি গরম করতে যায়। তখন লিমন টিভি দেখার কথা বলে তার ঘরে প্রবেশ করেন। পানি গরমের পর হাসিনা বেগম নিজ কক্ষে এসে ঘুমিয়ে পড়লে লিমন দুই হাতে ঘুমন্ত হাসিনার গলা চেপে ধরে শ্বাসরোধে তাকে হত্যা করেন। হত্যার পর হাসিনার পরিহিত স্বর্ণালঙ্কার ও তার সঙ্গে থাকা মোবাইল ফোন রেখে দিয়ে মরদেহটি বাসার বাইরে আরেকটি কক্ষে তালা মেরে রেখে পালিয়ে যান লিমন।জিজ্ঞাসাবাদে লিমন আরও জানান, ভাবি হাসিনা বেগমের কাছে প্রায়ই টাকাপয়সা চেয়েও না পাওয়ায় চরম ক্ষোভের বশবর্তী হয়ে তিনি টিভি দেখার অজুহাতে ভাবিকে হত্যা করার পরিকল্পনা করেন। লিমনের কাছ থেকে স্বর্ণের তিন জোড়া দুল, একটি নথ, একটি ব্রেসলেট, এক জোড়া ছেঁড়া চেইন, একটি লকেট এবং একজোড়া রুপার নূপুরসহ কয়েকটি ইলেকট্রনিক পণ্য উদ্ধার করেছে পুলিশ।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...