চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডিার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে তিনজন নিহত এবং আহত হয়েছে আরও দুজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল হোসেন জানান, সকালে মাইক্রোবাসটি মিরসরাই থেকে চট্টগ্রামে যাচ্ছিল। পথে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান পেছন থেকে ওই মাইক্রোবাসটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...