নির্বাচকদের পছন্দের তালিকায় এক সময় উপরের দিকেই ছিলেন তিনি। ২০০৩ সালের ইংল্যান্ড ট্যুরে সব থেকে বেশি উইকেটও পেয়েছিলেন। কিন্ত খেলোয়াড় নির্বাচনে তার ওপর বিশ্বাস হারালো উদীয়মান ক্রিকেটাররা। আর এ কারণেই তাদের অতর্কিত আক্রমণে মারাত্মক জখম হয়েছেন এক সময়ের ভারতীয় জাতীয় দলের তারকা খেলোয়াড় অমিত ভান্ডারি। গতকাল সোমবার রাজধানী নয়াদিল্লির কাশ্মীরী গেট এলাকার সেন্ট স্টিফেন মাঠে এ ঘটনা ঘটে। আহত অমিত ভান্ডারিকে স্থানীয় সন্ত পরমানন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, দলে সুযোগ না দেওয়ায় অনূর্ধ্ব ২৩ দলের ট্রায়ালে থাকা উদীয়মান ক্রিকেটাররা দুপুর একটার দিকে লোহার রড, হকি স্টিক নিয়ে অমিত ভান্ডারির ওপর চড়াও হন। এ সময় তারা তাকে বেড়ধক মারপিট করেন। অনেক মারপিটের কারণে এক সময় ওই ক্রিকেটার অজ্ঞান হয়ে যান। তবে পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যান এসব উদীয়মান ক্রিকেটাররা। পরে আহত অবস্থায় নির্বাচক সুখবিন্দর সিংহ অমিত ভান্ডারিকে স্থানীয় সন্ত পরমানন্দ হাসপাতালে নিয়ে যান। দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার মতে, ‘ড়সড় আঘাত লেগেছে অমিত ভান্ডারির। তবে তিনি প্রাথমিক বিপদ কাটিয়ে উঠেছেন বলে জানান ওই কর্মকর্তা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...