কাশ্মীরে হামলার প্রতিবাদে বাবার জন্মবার্ষিকীতে যাবেন না শাবানা আজমি

বাবা কৈফি আজমির জন্ম শতবার্ষিকী উপলক্ষে করাচিতে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল শাবানা আজমির। তবে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ৪১ সেনা কর্মকর্তার নিহতের প্রতিবাদে পাকিস্তান না যাওয়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী ও তার স্বামী জাভেদ আখতার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দায় সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার দেশটির আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়ি বহরে জঙ্গি হামলা চালানো হয়। এর একদিন পর গতকাল শুক্রবার এক টুইটে পাকিস্তান না যাওয়ার কথা জানান শাবানা। তিনি লিখেন, এ ধরনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদের কোনো ভাষা নেই।’ শাবানার পরিবারের সঙ্গে সিআরপিএফ এর বিশেষ যোগাযোগ আছে। ২০১৪ সালে সিআরপিএফের জন্য একটি থিম সং লেখেন জাভেদ আখতার। কাশ্মীরে সিআরপিএফ গাড়িবহরে জঙ্গি  হামলার ঘটনায় পাকিস্তান জড়িত বলে দাবি করছে ভারত। আর তাই পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশনের তকমা ফিরিয়ে নিয়েছে দিল্লি। ব্যবসার কাজ ভালোভাবে করতেই এই তকমা দেওয়া হয়ে থাকে। ১৯৯৬ সালে পাকিস্তানকে এই তকমা দিয়েছিল ভারত। তবে পাকিস্তান কখনোই তেমন কোনো উদ্যোগ নেয়নি। ওয়ার্ল্ড ট্রেড অরগাইনাজেশনের সদস্য হিসেবে ভারত এবং পাকিস্তান ব্যবসার কাজে একে অপরকে সাহায্য করবে। আর মোস্ট  ফেভার্ড নেশনের তকমা  থাকলে এই কাজে  অন্য দেশগুলোর থেকে  সেই বিশেষ দেশকে বাড়তি  সুবিধা  দিতে  হবে। এতকাল ভারত সেটাই করত কিন্তু এখন থেকে সেই সুবিধা আর পাচ্ছে না পাকিস্তান।