মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকায় ক্ষমা চাওয়ার পর মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্যে জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়টি এখনো গুজব। ক্ষমা চাওয়ার পরও মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ হবে না।’ গত কয়েকদিন ধরেই মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামীর ভূমিকা নিয়ে দলের মধ্যে বেশ দ্বন্দ্ব শুরু হয়। অপেক্ষাকৃত তরুণ নেতারা দলীয় ফোরামে যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে তাদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া ও মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়াসহ সংস্কার প্রস্তাব দিয়ে আসছেন। এদিকে গতকাল শুক্রবার দলটির অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংগঠন থেকে পদত্যাগ করলে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। নির্ভরযোগ্য সূত্র জানায়, শুধু রাজ্জাকই নন, অনেক নেতাই এই দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে নিষ্ক্রিয় অথবা দল ছেড়ে দেবেন বলে তথ্য রয়েছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...