গণতন্ত্রের ভান ধরে স্বৈরশাসন চলছে

সরকার গণতন্ত্রের ভান ধরে দেশে স্বৈরশাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, আজ সরকার যেটা করেছে, তা হলো অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করেছে। তারা গণতন্ত্রের ভাণ ধরেছেন। গতকাল শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এই মানববন্ধনে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা নুরী আরা সাফা, জিবা আমিন খান, হেলেন জেরিন খান বক্তব্য রাখেন। মঈন খান বলেন, এ দেশের মানুষকে সতর্ক হতে হবে। জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠান এ দেশের সরকারকে নব্য স্বৈরাচার বলে অভিহিত করেছে। এই সরকার গণতন্ত্রের লেবাস পড়ে স্বৈরাচার চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এ দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন অতীতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, একইভাবে আগামীতে খালেদা জিয়াকে মুক্ত করে আমরা মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দেব। বিএনপিকে ধ্বংসে সরকারের ষড়যন্ত্রের অভিযোগ করে তিনি বলেন, খালেদা জিয়া এ দেশের বিএনপির নেতৃত্বে থাকেন, গণমানুষের নেতৃত্বে থাকেন, তা হলে আওয়ামী লীগ কোনো দিন নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না। সেই উপলব্ধি থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিল বিএনপিকে এ দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে। ২০১৪ সালে আওয়ামী লীগ প্রাণপণে চেষ্টা করেছিল বিএনপিকে টুকরো টুকরো করার জন্য। ২০১৪ সালের নির্বাচনে না গিয়েও বিএনপি ছিল ঐক্যবদ্ধ। বিএনপির একটি নেতাকর্মীকে আওয়ামী লীগ নিতে পারেনি।