সুনামগঞ্জের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। গতকাল শুক্রবার সকালে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে নির্মাণাধীন আনন্দনগর, বোয়ালমারা, বনুয়া বাঁধ পরিদর্শন করে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ ভালোভাবে না করলে এক টাকাও বিল দেওয়া হবে না। কাজে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্টদের ঘাড় ধরে পানিতে চুবানো হবে। এ সময় তার সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুহাম্মদ ইউসুফ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভুঁইয়া, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, ওসি নন্দন কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ। বাঁধ পরিদর্শন শেষে দুপুরে তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। প্রধান অতিথির বক্তব্যে পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যারা বাঁধ নির্মাণ কাজের অনিয়ম করবে, তাদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী হাওরের বিষয়ে আন্তরিক। তিনি সব সময় হাওরের মানুষের খোঁজ খবর রাখেন। প্রতিমন্ত্রী আরও বলেন, আমি সেনাবাহিনীতে চাকরি করেছি, সেক্টর কমান্ডারের দায়িত্বে ছিলাম। সেখানে চাকরিরত অবস্থায় অন্যায়ভাবে একটি টাকাও খাইনি, এখনো খাব না। সুতরাং বাঁধের কাজ ভালো করেই করতে হবে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...