মানিকগঞ্জ, ধামরাই, সাভার, আমিনবাজার ও আশুলিয়া এবং রাজধানীর কলাবাগান, মোহাম্মদপুর, শ্যামলী ধানমন্ডি, আগারগাঁওসহ কয়েকটি এলাকায় আজ শনিবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) আশুলিয়া প্রান্তের একটি ট্রান্সমিশন লাইনের ভালভ পরিবর্তন করার কারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গতকাল শুক্রবার রাত থেকে গ্যাস কম ছিল। আজ শনিবার সকাল থেকে এলাকায় গ্যাস সরবরাহ নেই। হোটেলে তাই নাশতা তৈরির ব্যস্ততাও বেড়েছে। মোহাম্মদপুর, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিনজিটিসিএল সিস্টেম ডিপার্টমেন্ট অপারেশন বিভাগের (উত্তর) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুল ইসলাম খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। শফিকুল ইসলাম খান বলেন, গতকাল শুক্রবার ওই ভালভ নষ্ট হয়। ভালভ পরিবর্তনের কাজ চলছে। আজ সারা দিন লেগে যাবে। কাল থেকে হয়তো গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।