
সিরিজ বাঁচানোর প্রতিজ্ঞা নিয়ে খেলতে নেমে সিরিজ হারের শঙ্কায় আছেন মাশরাফিরা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে মাত্র ২২৬ রান করে বাংলাদেশ। লাল সবুজের শিষ্যরা ইনিংসের দুই বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে এ সংগ্রহ করে। সিরিজ বাঁচাতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে আজ জিততেই হবে। নাহয় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে যাবেন মাশরাফিরা। এমন জটিল সমীকরণ সামনে রেখে কিউইদের মাটিতে কঠিন পরিবেশে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু কঠিন পরিবেশের চেয়ে দায়টা বাংলাদেশের ব্যাটসম্যানদের ঘাড়েই পড়বে। উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন প্রথম ম্যাচের মতোই। তবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আবারো টাইগারদের রক্ষা করেছেন মোহাম্মদ মিথুন। তিনি ৫৭ রান করে দলকে ভরাডুবির হাত থেকে বাঁচান। ৬৭ বলে ৭টি চার ও ১টি ছয়ের মারে তিনি ইনিংসটি সাজিয়েছেন। পেয়েছেন টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি। মিথুনকে সঙ্গ দিয়েছেন সাব্বির রহমান। তার ব্যাট থেকে আসে ৪৩ রান। ষষ্ঠ উইকেটের জুটিতে মিথুন-সাব্বিরের ব্যাট থেকে আসে ৭৫ রান। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনিংসের ৫ ও ১৬ রানে লিটন-তামিমকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেননি টাইগাররা। মুশফিক-সৌম্যর ব্যাটে ঘুরে দাঁড়ানোর আভাস দেখা গেলেও শেষ পর্যন্ত দুইজনই ব্যর্থ হয়েছেন। ক্রিজে থিতু হওয়ার পরও ইনিংসকে লম্বা করতে পারেননি। সৌম্য ২২ ও মুশফিক ২৪ রান করে সাজঘরে ফিরে যান। মাশরাফি-মিরাজ দুই অঙ্কের দেখা পেয়েছেন তবে, দুই অঙ্কের ঘর ছুতে পারেনি লিটন, তামিম ও মাহমুদুল্লাহ। ফ্ল্যাট পিচে হালকা ঘাস যা বাড়তি সুবিধা দিবে পেসারদের। ধারাভাষ্যকার সাইমন ডুল বলেছিলেন টসে জিতে বল করাটাই উচিৎ। নিউজিল্যান্ডের অধিনায়কও ভুল করেননি। টসে জিতে বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। তার প্রতিদান শুরু থেকেই দিতে শুরু করেন কিউই পেসাররা। লকি ফার্গুসন সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে উইকেট নেন অ্যাসটল ও নিশাম। ঝুলিতে একটি করে উইকেট জমা হয় হেনরি, বোল্ট ও গ্র্যান্ডহোমের। বাংলাদেশ দলে পরিবর্তনের আভাস পাওয়া গেলেও দ্বিতীয় ওয়ানডেতে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে। রুবেল হোসেন দলে ফিরবেন এমন গুঞ্জন ছিল, তবে শেষ পর্যন্ত রুবেলকে ছাড়াই নেমেছেন মাশরাফিরা।