এক দিনের অভিযানে মামলা ৪ হাজারের বেশি, জরিমানা ২২ লাখ

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ হাজার ১৯১টি মামলা ও ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শনিবার দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। এই অভিযানে ৩৯টি গাড়ি ডাম্পিং ও ৮০১টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৭৭০টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৪৭টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৬টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৮০১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া ১০০টি মোটরসাইকেল আটক এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১২টি মামলা দেওয়া হয়। ডিএমপির ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।