জনভোগান্তি লাঘবে পরিবহনে বড় গাড়ি যুক্ত হবে : কাদের

গণপরিবহনের আধুনিকায়নে ব্যাপারে সরকারের চিন্তাভাবনা আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জনগণের ভোগান্তি লাঘবে গণপরিবহনে নতুন নতুন বড় গাড়ি যুক্ত হবে বলেও জানান তিনি। আজ রোববার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ‘গণপরিবহনের ব্যাপারে আমাদের একটা চিন্তাভাবনা আছে।  চিন্তাভাবনাটা আমাদের মাঝখানের থমকে গেছে কারণ মেয়র আনিসুল হক সাহেবের নেতৃত্বে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম এবং তিনি বাস্তবিক কিছু উদ্যোগ নিয়েছিলেন এবং কার্যক্রম শুরুও করেছিলেন। তার মৃত্যুর পর বিষয়টি অনেকটা বন্ধই হয়ে যায়।’ সেতুমন্ত্রী আরও বলেন, ‘পরবর্তীতে আবার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে আমরা আরও একটা কমিটি করেছি, যাতে করে পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক করা যায় এবং জনগণের ভোগান্তি লাঘবে আমরা পরিবহনে যাতে নতুন নতুন বড় গাড়ি যুক্ত করতে পারি।’ ছোট গাড়িগুলোর সংখ্যা বেড়েই যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বড় গাড়ি যুক্ত করার ব্যাপারে আমাদের উদ্যোগ আছে। সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে নতুন  যে উদ্যোগ এটা যাতে এক্সপ্রেড হয় এ ব্যাপারে, তিনি এখন দেশের বাইরে আছেন, তার সাথেও আমরা এই ব্যাপারে কথা বলবো।’