জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে অভিনেত্রী সানাই

জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ রোববার দুপুর ৩টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসে পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের সদস্যরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম দৈনিক আমাদের সময় অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। মো. নাজমুল ইসলাম বলেন, ইন্টারনেটে অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।