দেশে দুর্নীতি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ছাড় পাননি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘দুর্নীতিবিরোধী অভিযান ও নেতৃত্বে সাফল্য’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। আনিসুল হক বলেন, ‘আজকে ঢাকায় বসা গুটিকয়েক নেতা যারা জনগণের কাছে গেলে পাঁচটা ভোটও পাবেন কি না, জামানত থাকবে কি না-এটা আমার সন্দেহ না, এটা ইতিহাস প্রমাণ করে দিয়েছে। সেই তারা আজকে বলে, এই দেশে সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হয় নাই, বলে দুর্নীতিগ্রস্ত। ’বর্তমান সরকার বিগত ১০ বছরে অনেকাংশে দুর্নীতি কমাতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘দেশে আর দুর্নীতি হতে দেওয়া যাবে না। যেকোনো মূল্যে দুর্নীতি দমন করতে হবে। ’দুর্নীতি প্রতিরোধে সকলকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশন করা হলে দুর্নীতি অনেকাংশেই কমানো সম্ভব হবে।’ এ সময় তথ্য ও অধিকার আইনের বাস্তবায়নের পাশাপাশি দোষী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কথাও জানান আনিসুল হক।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...