
বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল মেলবোর্ন রেনেগেডস। আজ রোববার মেলবোর্ন স্টারসকে ১৩ রানে হারিয়ে এ মৌসুমে চ্যাম্পিয়ন হয় ফ্র্যঞ্চাইজিটি। মেলবোর্নের ডকল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে মেলবোর্ন রেনেগেডসকে ব্যাটিংয়ে পাঠায় মেলবোর্ন স্টারস। নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রান করে রেনেগেডস। টি-টোয়েন্টি ক্রিকেটে এই রান মামুলি হলেও এ রানই টপকাতে পারেনি মেলবোর্ন স্টারস। জবাবে খেলতে নেমে ১৩২ রানে গুটিয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি। আটটি সিজনের মধ্যে এই প্রথম জয় পায় মেলবোর্ন রেনেগেডস। গত আসরের চ্যাম্পিয়ন অ্যাডিলিড স্ট্রাইকার্স এবার ফাইনালেই উঠতে পারেনি। সর্বোচ্চ দুইবার ট্রফি জিতেছে পার্থ স্ক্রচারস।