যে কারণে জরিমানার মুখোমুখি মাহমুদুল্লাহ রিয়াদ

নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এমনিতেই কোণঠাসা অবস্থায় আছেন মাশরাফিরা। এরই মধ্যে এলো দুঃসংবাদ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা গুণতে হচ্ছে টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের। মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টড অ্যাস্টলের বোলিংয়ে কট বিহাইন্ড হওয়ার আগে ৮ বলে ৭ রান করেন মাহমুদউল্লাহ। আউট হয়ে ফেরার সময় হতাশাগ্রস্ত মাহমুদুল্লাহ বাউন্ডারি লাইনে আঘাত করেন ব্যাট দিয়ে। এজন্যই শাস্তির মুখোমুখি হচ্ছেন তিনি। ম্যাচ রেফারি স্টিভ বার্নাড এ শাস্তি দেন। মাহমুদুল্লাহ দোষ শিকার করে নেওয়াতে শুনানির আয়োজন করার প্রয়োজন হয়নি। এ ছাড়া মাঠে বাজে মন্তব্য করার কারণে জরিমানা গুণতে হয়েছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে। তার ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।