হার্দিক-রাহুলের পক্ষে সাফাই গাইলেন সাবেক মডেল

‘কফি উইথ করণে’ নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে নির্বাসিত হয়েছিলেন হার্দিক পান্ডে ও লোকেশ রাহুল। তবে এখন সব অতীত। দুজনেই ফিরেছেন ভারতীয় দলে। এবার তাদের পক্ষে সাফাই গাইলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামির সাবেক স্ত্রী ও মডেল হাসিন জাহান। হাসিনের তোপ সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি। তার মতে এ দুজনের বিরুদ্ধে কোনো নারী অভিযোগ করেননি তারপরও বোর্ড শাস্তি দিয়েছে। কিন্তু তিনি সাবেক স্বামী মোহাম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ করার পরও কর্ণপাত করেনি বোর্ড। ভারতীয় এক সংবাদ মাধ্যমকে হাসিন জাহান বলেন, ‘হার্দিক-রাহুলদের সাসপেন্ড করে বোর্ড কী বোঝাতে চাইল? হার্দিকদের বিরুদ্ধে তো কোনো নারী অভিযোগ করেনি। নিজের মতটার কথা সোজাসুজি বলেছিল। এমন কথা বলার জন্য ওদের নির্বাসনে কেন পাঠানো হলো? বাস্তব কথাটা ওরা সোজাসুজি বলেছিল। তাহলে শামির ক্ষেত্রে হলো না কেন! ’ তিনি আরও বলেন ‘হার্দিকদের বিরুদ্ধে কোনো নারী অভিযোগ না তোলা সত্ত্বেও ওদের সাসপেন্ড হতে হয়েছিল। তবে শামিকে কেন তা করা হলো না! একজন ক্রিকেটার যখন খারাপ কাজ করেছে,তা তুলে ধরেছি আমি। তবে অর্থ, প্রতিপত্তির কাছে হার মানতে হয়েছে। বদনাম করে দেওয়া হয়েছে আমাকে। আমি আইনত বৈধ স্ত্রী হয়ে বধূ নির্যাতন, অবৈধ সম্পর্কের কথা জানিয়েছি, সেটার প্রমাণও দিয়েছি। তা সত্ত্বেও শামিকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি!’ বোর্ডের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে প্রাক্তন এই মডেলের। হাসিন বলেন, ‘দিল্লিতে গিয়ে বোর্ড প্রেসিডেন্টের কাছে শামির বিরুদ্ধে চলা তদন্তের রিপোর্ট চেয়েছিলাম। উনি সরাসরি আমাকে তা দিতে অস্বীকার করেছিলেন। ফিক্সিং হোক বা আলিশবার সঙ্গে সামির অবৈধ সম্পর্ক, মোহাম্মদ ভাইকে তদন্তই তো ঠিক করে হলো না। সরাসরি শামিকে ক্লিনচিট দিয়ে দেওয়া হলো।’