আত্মসমর্পণের নামে তামাশা চলছে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযানে আত্মসমর্পণের নামে তামাশা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের একজন একজন করে ধরা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা গিয়ে ঘটা করে ধরছেন। তাদের নামে এমনভাবে মামলা দেওয়া হয়, যাতে তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে পারে। এর মূল কারণ একটিই, তারা ক্ষমতাসীনদের লোক। গতকাল রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে ‘নারী ও শিশু নির্যাতন : প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন দলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা। বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নুরী আরা সাফার সভাপতিত্বে ও মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা অধ্যাপক শাহিদা রফিক, নেওয়াজ হালিমা আরলী, শাহিনা খান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ। এক বছর হয়ে গেলেও নানা অজুহাতে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে নাÑ মন্তব্য করে ড. মোশাররফ বলেন, এটাকে কী বলা যায়? এটা নির্যাতন। এটাই বাংলাদেশে প্রথম, একজন নারী আরেক নারীর ওপর নির্যাতন করছেন। একজন নারী প্রধানমন্ত্রী আরেকজন সাবেক নারী প্রধানমন্ত্রীকে নির্যাতন করছেন। তিনি বলেন, গত ১২ বছরের চিত্র যদি দেখি, সব ক্ষেত্রে অবক্ষয় আর অবক্ষয়। এটা হয়েছে এ জন্য যে, দেশে গণতন্ত্র নেই। এ থেকে পরিত্রাণ পেতে হলে সমাজে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, মানুষের অধিকার থাকতে হবে, কথা বলার অধিকার থাকতে হবে। আমরা যে শাসনমালে উপস্থিত হয়েছি, এটা কোনো গণতান্ত্রিক সরকার তো দূরের কথাÑ পৃথিবীতে সরকার প্রতিষ্ঠার যে সংজ্ঞা রয়েছে, কোনো সংজ্ঞায়ই পড়ে না। খন্দকার মোশাররফ বলেন, বিএনপির অঙ্গ সংগঠনগুলোর পুনর্গঠন চলছে। ছোটখাটো ভুল বোঝাবুঝি কাটিয়ে বিএনপিকেই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করতে হবে। খালেদা জিয়াকে বন্দি রেখে গণতন্ত্র মুক্ত করা সম্ভব নয়। এ জন্য দায়িত্ব বিএনপিকেই নিতে হবে।