একাদশ সংসদের এমপিদের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

একাদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপিদের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব। এর আগে গত ১৮ জানুয়ারি এই রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৌহিদুল ইসলাম। ওই সময় রিট আবেদনে বলা হয়, ‌‘দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে ২৯ জানুয়ারি। কিন্তু এর আগে গত ৪ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের নির্বাচিতরা শপথ নেন। এতে করে দেশে দুটি সংসদের সৃষ্টি হয়েছে। যা সংবিধানের পরিপন্থী। এ ছাড়া দশম জানুয়ারি সংসদের মেয়াদ শেষ না হওয়ায় নির্বাচিতদের শপথগ্রহণ আইনানুগ হয়নি।’