সংগীতশিল্পী বালামকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তার গান ও সংগীতে মুগ্ধ শ্রোতারা। তার ভক্তের সংখ্যাও নেহাত কম না। দীর্ঘদিন পর বালাম ভক্ত-শ্রোতাদের উপহার দিয়েছেন তার নতুন গান। এর শিরোনাম ‘হঠাৎ’। এরই মধ্যে গানটির ভিডিও দর্শকদের কাছে হয়ে উঠেছে দারুণ প্রশংসিত। ভিডিওতে বালামের সঙ্গে মডেল হয়েছেন অভিনেত্রী সুজানা। এবার নতুন আরও একটি চমক নিয়ে আসছেন বালাম। আর তাহলো-নতুন কণ্ঠ খুঁজছেন তিনি। নির্বাচিত এই নতুন কণ্ঠ নিয়ে প্রকাশ হবে বালামের পরবর্তী প্রজেক্ট। এ প্রসঙ্গে বলেন, ‘নতুন কণ্ঠ খোঁজার কাজ চলছে। প্রতিযোগীদের আমার সর্বশেষ প্রকাশিত “হঠাৎ” গানটির কোরাস লাইনটি গেয়ে পাঠাতে বলেছি। এরই মধ্যে অনেকে গানটি গেয়ে আমাদের পাঠিয়েছেন। আমরা আরও কিছু কণ্ঠ খুঁজছি। ভয়েস পাঠানোর শেষ সময় ২৮ ফেব্রুয়ারি।’ বালাম আরও বলেন, ‘কণ্ঠ পাঠাতে হবে “দ্য ইন্ডাস্ট্রি” অথবা আমার ফেসবুক পেজে। পাঠানো কণ্ঠ থেকে আমরা একজনকে নির্বাচন করব। আর তাকে নিয়ে পরবর্তীতে নতুন গান প্রকাশ করার পরিকল্পনা করেছি।’
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...