কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

টানা ছয় ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সাড়ে ৮টার পর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে এ নৌরুটে রোববার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করে কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, ঘন কুয়াশায় পদ্মার দিকনির্দেশনা বাতিগুলো সঠিকভাবে দেখা যাচ্ছিল না। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৮টার পর থেকে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, ঘন কুয়াশায় এ নৌরুটে দীর্ঘ ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় সকালে শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী প্রাইভেট কার, মাইক্রোবাস ও মালবাহী ট্রাকসহ প্রায় আড়াই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা ৯টায় শিমুলিয়া ঘাটে প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক পারপারের অপেক্ষায় ছিল। মাওয়া বিআইডব্লিউটিসির সহাকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ বরকতুল্লা ও ব্যবস্থাপক (বাণিজ্য) আ. আলিম জানান, গতকাল রাত আড়াইটা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত নৌরুটের পদ্মা অববাহিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে বাধ্য হয়ে ফেরি চালকরা নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে। এতে করে সকালের দিকে শিমুলিয়া ঘাটে যানবাহনের কিছুটা চাপ দেখা দেয়।