টেরা চোখ সুলক্ষণ মনে করেন অনেকে। কিন্তু এটা রোগ। শারীরিক অন্য ত্রুটির মতোই এটি একটি ত্রুটি। মানবদেহের দুটি চক্ষুগোলকের গঠন-সামঞ্জস্য কোনো বস্তু সঠিকভাবে দেখতে সাহায্য করে। কিন্তু জন্মগত কিংবা অন্য কোনো কারণে যদি দৃষ্টিশক্তি ও চক্ষুগোলকের গঠনগত অসামঞ্জস্যের দৃষ্টি হয়, তা হলে দুচোখের দৃষ্টিশক্তি সমান্তরাল না হয়ে এক বা দুটি চোখ হয়তো কান, নয়তো নাকের দিকে বেঁকে যায়। এ বেঁকে যাওয়াকে বলে টেরা চোখ। এটি শুধু সৌন্দর্যহানিই করে না, চোখের স্বাভাবিক কাজও ব্যাহত করে। যেমন-একটি বস্তুকে দুটি কিংবা ঝাপসা দেখায়। এমনকি একপর্যায়ে অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও আছে। তবে সময়মতো সঠিক চিকিৎসা নিলে সহজেই এ সমস্যার সমাধান মেলে। বিভিন্ন কারণে টেরা হতে পারে। যেমনÑ মাংসপেশিতে আঘাত পেলে। যদি বাহ্যিক কোনো আঘাতে মাংসপেশিগুলোর মধ্যকার ভারসাম্য নষ্ট হয়ে যায়, তা হলে এক চোখ অন্য চোখের সমান্তরাল অরেখা থেকে সরে যায় এবং ওই চোখ টেরা হয়। এ ধরনের টেরা কে বলে অপঘাতজনিত টেরা। কোনো কারণে দুটি চোখের কোনো একটির দৃষ্টিশক্তি কম হলেও এ ধরনের টেরা হতে পারে। এ ছাড়া জন্মগত কারণসহ কোনো কারণে চোখের মাংসপেশি অবশ হয়ে গেলে চোখ টেরা হয়। টেরা চোখের চিকিৎসার সাফল্য নির্ভর করে কোন বয়সে চিকিৎসা শুরু করা গেল, এর ওপর। সাধারণত টেরা চোখের গোড়াপত্তন শিশু বয়স থেকেই। চশমা বা অন্যান্য চিকিৎসার সাহায্য না নিলে ওই টেরা ভাব ক্রমেই বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় দেরি করে চিকিৎসা শুরু করলে চোখের দৃষ্টি ফিরে পাওয়া নাও যেতে পারে। কাজেই শিশুর টেরা ভাব দেখলেই মা-বাবার উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া। বয়স্কদের চশমা ব্যবহার ও চোখের ব্যায়াম করতে হবে। এ ক্ষেত্রে এক চোখ নিরেট কোনো বস্তু দিয়ে ঢেকে অন্য চোখ দিয়ে দেখার মাধ্যমে দৃষ্টির সমতা আনা যায়। তাছাড়া অপটিক্যাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ারযুক্ত চশমা ব্যবহার, এমনকি কনটাক্ট লেন্স ব্যবহার করেও এর চিকিৎসা করা সম্ভব। বেশি টেরা চোখের ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয়। আবার খুব বেশি টেরা চোখ হলে একটি চোখের ওপর অপারেশন করে পুরো ফল পাওয়া নাও যেতে পারে। এ ক্ষেত্রে দ্বিতীয় চোখের অপারেশন করিয়ে একেবারে স্বাভাবিক করা সম্ভব। শিশুর ক্ষেত্রে চোখ টেরা হওয়ায় দুটি চোখের দৃষ্টিতে থাকে অসামঞ্জস্যতা। চাপ পড়ায় তার চোখে ব্যথা এবং প্রচ- মাথাব্যথা হয়। চিকিৎসা না করালে চোখের মারাত্মক ক্ষতি হয়। লেখক : প্রাক্তন সহযোগী অধ্যাপক, জাতীয় চক্ষুবিজ্ঞান প্রতিষ্ঠান ও হাসপাতাল চেম্বার : আইডিয়াল আই কেয়ার সেন্টার, শ্যামলী, ঢাকা। ০১৮১৯২১২৭৪৯
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...