ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পুরোদমে চলছে ঘরোয়া ক্রিকেটার কেনার লড়াই। আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বেলা ১১টা থেকে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ স্থানীয় ২৩৩ জন খেলোয়াড়ের তালিকা রয়েছে প্লেয়ার্স ড্রাফটে। তাদের মধ্য থেকেই নিজেদের গুছিয়ে নেবে অংশগ্রহণকারী ১২ দল।
মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। তবে আসন্ন মৌসুমে খেলছেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। এদিকে পুরো সময় মাঠে না থাকলেও আবাহনীর হয়ে কিছু ম্যাচ খেলবেন মাশরাফি বিন মর্তুজা। চলমান নিউজিল্যান্ড সফর শেষ করে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদও। তবে ইনজুরির কারণে এখনও অনিশ্চিত সাকিব আল হাসানের অংশগ্রহণ। আর তাই এবারের লিগে নজর কাড়ার সুযোগ পাচ্ছেন দেশের স্থানীয় ক্রিকেটাররা।
এক নজরে দেখে নেওয়া যাক ঢাকা প্রিমিয়ার লীগের ক্রিকেটারদের তালিকা-
আবাহনী লিমিটেড : মাশরাফি বিন মর্তুজা (৩৫ লাখ টাকা), মোসাদ্দেক হোসেন সৈকত (২০ লাখ টাকা), নাজমুল হোসেন শান্ত (২২ লাখ টাকা)।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব : জিয়াউর রহমান (২০ লাখ টাকা), নুরুল হাসান সোহান (২০ লাখ টাকা), তানবীর হায়দার (১৮ লাখ টাকা)।
লিজেন্ডস অব রুপগঞ্জ : নাঈম ইসলাম (২১ লাখ টাকা), আসিফ হাসান (১২ লাখ টাকা), নাঈম শেখ (১২ লাখ টাকা)।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব : ফরহাদ রেজা (২২ লাখ টাকা), মার্শাল আইয়্যুব (২২ লাখ টাকা), আরাফাত সানি (১৯ লাখ টাকা)।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি : রবিউল ইসলাম রবি (১২ লাখ টাকা), মাহিদুল ইসলাম অঙ্কন (৫ লাখ টাকা), তানভীর ইসলাম (৫ লাখ টাকা)।
গাজী গ্রুপ ক্রিকেটার্স : ইমরুল কায়েস (২৫ লাখ টাকা), আবু হায়দার রনি (১৮ লাখ টাকা), মেহেদি হাসান (১৭ লাখ টাকা)।
মোহামেডান স্পোর্টিং ক্লাব : রকিবুল হাসান (১৫ লাখ টাকা), কাজী অনিক (৮ লাখ টাকা), ইরফান শুক্কুর (১৩ লাখ টাকা)।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : আরিফুল হক (২০ লাখ টাকা), জাকির হাসান (১৪ লাখ টাকা), আল-আমিন জুনিয়র (২২ লাখ টাকা)।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : শুভাগত হোম (২০ লাখ টাকা), আফিফ হোসেন ধ্রুব (১৩ লাখ টাকা), তৌহিদ হৃদয় (৮ লাখ টাকা)।
ব্রাদার্স ইউনিয়ন : জুনায়েদ সিদ্দিকী (১৮ লাখ টাকা), মিজানুর রহমান (১৫ লাখ টাকা), ইয়াসির আলি (১৫ লাখ টাকা)
ড্রাফটের আগে নেওয়া
উত্তরা স্পোর্টিং ক্লাব : নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম
বিকেএসপি : শামিম হোসেন, আকবর আলি, পারভেজ হোসেন