দুপুরে রানি ফাতেমার সঙ্গে সাক্ষাৎ শেখ হাসিনার

সংযুক্ত আরব আমিরাত (ইউএই)সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন দেশটির রানি শেখ ফাতেমা বিনতে মোবারকের সঙ্গে। আজ সোমবার স্থানীয় সময় দুপুরে সাক্ষাৎ করবেন তারা। সফরের অংশ হিসেবে আমিরাতের যুবরাজ  মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ সময় দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। এর আগে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন দেশটির প্রতিষ্ঠাতা শেখ জায়েদের স্ত্রী ও রানি শেখ ফাতেমার সঙ্গে। এর আগে গতকাল রোববার আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর সময় যুবরাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হয়। পরে আবুধাবির সেন্ট রেগিজ হোটেলে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং বিদ্যুৎ খাতে উন্নয়নে দু’দেশের মধ্যে এ স্মারক স্বাক্ষরিত হয়।