এর আগেও দু’বার পালিয়ে বিয়ে করতে চেয়েছিলেন মডেল-অভিনেত্রী মিথিলা। কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু আজ শেষবার, প্রেমিক অর্কের সঙ্গে পালাতে না পারলে, অন্যজনকে স্বামী হিসেবে মেনে নিতে হবে তাকে। শেষ পর্যন্ত কী হয়েছিল? বিয়ের সাজে দেখা গেল এই অভিনেত্রীকে। আর বর হলেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম আহমেদ। তবে কি প্রীতমকেই বিয়ে করলেন মিথিলা নাকি প্রেমিক অর্কের সঙ্গেই পালিয়ে যাবেন তিনি। জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। কারণ এটি ‘অবশেষে ভালোবেসে’ ওয়েব ফিল্মের গল্প। এটি রচনা ও পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। চিত্রনাট্য তৈরিতে তার সঙ্গে ছিলেন আহমেদ জামান শিমুল। ‘অবশেষে ভালোবেসে’ ওয়েব ফিল্মে মিথিলা অভিনয় করেছেন ইরা চরিত্রে আর অর্কের ভূমিকায় দেখা যাবে রাহাত রহমানকে। আজিজুল হাকিম অভিনয় করেছেন মিথিলার বাবার চরিত্রে। গল্পে সংগীতশিল্পী প্রীতম আহমেদ অভিনয় করেছেন বিশেষ একটি চরিত্রে। নির্মাতা ফরহাদ আহমেদ জানান, আলফা-আই মিডিয়া প্রডাকশন্স লিমিটেডের ব্যানারে এটি নির্মিত হচ্ছে। খুব শিগগিরই ‘অবশেষে ভালোবেসে’ ওয়েব ফিল্মটি বায়োস্কোপে রিলিজ দেওয়া হবে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...