জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। রোববার দুপুর ৩টার দিকে অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। জিজ্ঞাসাবাদ শেষে সানাই মাহবুব নিজের ফেসবুক থেকে লাইভে আসেন। সেখানে তিনি ভক্ত ও ফলোয়াদের উদ্দেশে কয়েক মিনিট কথা বলেন। লাইভে সানাই বলেন, আমি সবার উদ্দেশে প্রথমেই সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সমালোচিত কন্টেন্টগুলো আমি কোনো বিশেষ উদ্দেশ্য বা কোনো ধরনের আর্থিক লাভের আশায় করি না। সাইবার ক্রাইম ইউনিটে এসে এটা আমার বিশেষ অনুধাবন হয়েছে, আমার কন্টেন্ট থেকে কোনো কোনো শ্রেণির লোকজন, বিশেষ করে শিশুরা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এটা আমার ভুল ছিল। তাই এদেশের নাগরিক হিসেবে সুস্থ সংস্কৃতির জন্য আইন মেনে ভালো শিল্পী হতে চাই। এই অভিনেত্রী আরও বলেন, আমার ইতিমধ্যে করা বিব্রত ছবি বা কন্টেন্টের জন্য আমি দুঃখিত। আমি অবশ্যই এসব কাজ থেকে বিরত থাকব। আমার এ সকল কন্টেন্ট মুছে ফেলব। এ ছাড়া অন্যান্য কন্টেন্টের জন্য সাইবার ক্রাইমের সহায়তা চাচ্ছি। সরকারের নিরাপত্তা ডিজিটাল কন্টেন্টের ক্যাম্পেইন চলছে এবং তা সমর্থন করেন বলেও লাইভে জানান এই অভিনেত্রী। ঢাকাই চলচ্চিত্রে নবাগত সানাই মাহবুব সুপ্রভা। এখন পর্যন্ত অর্ধ ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে কোনো ছবি এখনো মুক্তি পায়নি। খুব শিগগির তার একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় আসেন সানাই। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে আগে থেকেই অভিযোগ ছিল বলে জানা গেছে।
https://www.facebook.com/sanayeeofficial/videos/353848345223412/