বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। আজ সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান। মনিরুল ইসলাম জানান, ‘৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে পরবর্তীতে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা অভিজিৎ হত্যায় গ্রেপ্তার দেখানো হয়। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের হাতে এই তদন্তভার আসার পর আমরা এই ঘটনার সাথে মোট ১১ জনকে চিহ্নিত করি। এই ১১ জনের বাইরে একজন র্যাবের শফিউর রহমান ফারাবি। তাকে প্ররোচনা দেওয়ার বিরুদ্ধে সাক্ষ্য মিলেছে।’তিনি বলেন, ‘অভিজিৎ হত্যায় ফারাবি ফেসবুকে ও অন্যান্য জায়গায় বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়েছে। সেজন্য এই মামলায় ফারাবিকে প্ররোচনাকারী দেখানো হয়েছে। এর বাইরে এ মামলায় মোট ১১ জন জড়িত। ১১ জনের মধ্যে সকলের নাম ঠিকানা পাইনি। তবে ৬ জনের নাম ঠিকানা পাওয়া গেছে তাই ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছি।’ সিটিটিসি প্রধান আরও বলেন, ‘এই ঘটনা তদন্তে বের হয়ে আসে আমাদের গ্রেপ্তারকৃত তিনজন মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান শামস ও আবু সিদ্দিক সোহেল তারা আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের জবানবন্দি থেকে আমরা অন্যান্য আলামত বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছি। এ ঘটনার মূল মাস্টারমাইন্ড সেনাবাহিনী থেকে পলাতক মেজর জিয়া যার নেতৃত্বে মোট ১১ জন এ ঘটনা সংগঠিত করেছে।’ ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে স্ত্রীকে নিয়ে বের হওয়ার সময় নির্মমভাবে খুন হন লেখক–ব্লগার অভিজিৎ রায়। অভিজিতের ওপর দুর্বৃত্তদের হামলার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাফিদা আহমেদ। এ সময় তিনিও গুরুতর আহত হন।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...