বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘মায়ার জঞ্জাল’ নামে একটি ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। এরই মধ্যে কলকাতার বিভিন্ন মনোরম স্থানে ছবির প্রথম লটের দৃশ্যধারণ শেষ হয়েছে। নতুন খবর হলো, এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হবে এর দ্বিতীয় লটের শুটিং। এমনটাই জানিয়েছেন অপি করিম। অপি বলেন, ‘আপাতত এই ছবির কাজই করছি। ছবির কারণে, অন্য কোনো কাজ হাতে নেইনি। ক’দিন আগে ছবির প্রথম লটের কাজ করে আসলাম। এবার বাংলাদেশে এর দ্বিতীয় লটের কাজ শুরু হবে।’ অপি জানান, ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রের নাম সোমা। সে কলকাতার বিবাহিতা নারী। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। স্বামী বেকার থাকার কারণে একটি চাকরি করেন সোমা।‘মায়ার জঞ্জাল’ ছবিতে তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। ভারত-বাংলাদেশের বিভিন্ন স্থানে এ ছবির শুটিং করা হবে। এদিকে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপি করিম সর্বশেষ অভিনয় করেন ‘ব্যাচেলর’ ছবিতে। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় এটি মুক্তি পায় ২০০৪ সালে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...