অভিনেতা জাহিদ হাসান অসুস্থ

Zahid Hasan dtvbd darpan tv bd darpan news bd

ঠাণ্ডাজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। গত চারদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি থাকার পর আজ দুপুরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জামিল হোসেন।  মীরাক্কেল’খ্যাত এই অভিনেতা জানান, গত ১০ ফেব্রুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। ঠাণ্ডাজনিত কারণে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। নাটকের শুটিং শেষে গত ১৭ তারিখ দেশে ফিরেন এই অভিনেতা। এরপর চেকআপের জন্য হাসপাতালে যান জাহিদ হাসান। ওদিনই কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠাণ্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে এখন তিনি কিছুটা সুস্থ। সপ্তাহখানেক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তারা। উল্লেখ্য, আসন্ন ঈদুর ফিতরের জন্য আদিবাসী মিজানের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কল্পনা’ এবং যুবরাজের ধারাবাহিক ‘ভুল থেকে ফুল’ নাটক দুটির কাজ করতেই নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। আর মুক্তি অপেক্ষায় আছে জাহিদ হাসান অভিনীত দুটি সিনেমা ‘শনিবারের বিকেল’ ও ‘হলুদ বনি’।