আজ ভক্তদের সঙ্গে কথা বলবেন তিশা

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্ত, সহকর্মী ও পরিবারের মানুষদের ভালোবাসা ও আশীর্বাদে সিক্ত হচ্ছেন তিনি। আজ তিশা যুক্ত হচ্ছেন ভক্তদের সঙ্গেও। জন্মদিন উপলক্ষে আজ রাত ৮টায় তিশার সঙ্গে ভক্তদের কথা বলার এই সুযোগটি করে দিয়েছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট। তিশা বলেন, ‘রবির মাধ্যমে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার দারুণ একটা সুযোগ পেয়ে গেছি। আজ ঠিক রাত ৮টায়, রবির স্টার জোন সার্ভিসে আমি থাকবো আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আপনারা প্রস্তুত তো।’ এই অভিনেত্রী জানান, জন্মদিনে তার সঙ্গে আড্ডায় যুক্ত হতে কল করতে হবে ২২২৮৮ নাম্বারে। যে কোনো নাম্বার থেকেই কল দিয়ে এতে যুক্ত হওয়া যাবে। এদিকে, গত শুক্রবার মুক্তি পেয়েছে তিশা অভিনীত ছবি ‘ফাগুন হাওয়ায়’। তৌকীর আহমেদ পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম ও বলিউড অভিনেতা যশপাল শর্মা।